উত্তরবঙ্গ থেকেই একুশের বার্তা! সোমবার শিলিগুড়িতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
একুশের নির্বাচনের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের ওপরে বিশেষ জোর দিচ্ছে বিজেপি। সোমবার সাংগঠনিক বৈঠকে যোগ দিতে শিলিগুড়িতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
উত্তরবঙ্গে প্রথমে আসার কথা ছিল অমিত শাহর। তার পরিবর্তেই আসছেন নাড্ডা। মনে করা হচ্ছে উত্তরবঙ্গ থেকেই একুশের বার্তা দেবেন নাড্ডা। এদিন মূলত উত্তরবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তবে বৈঠকে থাকতে পারেন মুকুল রায় সহ অন্যান্য নেতারা।
রাজ্যের বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরী নেই। তারই প্রস্তুতির পর্যালোচনা হবে বৈঠকে।
সূত্রের খবর, দল চাইছে উত্তরবঙ্গ থেকে বেশকিছু আসন তুলে নিতে। কারণ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, কলকাতা, বীরভূম-সহ কয়েকটি জেলায় সংগঠন ততটা শক্তিশালী নয়।
সোমবার সকাল এগারোটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন নাড্ডা। সেখান থেকে নৌকা ঘাটে গিয়ে পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দেবেন। বেলা বারোটার পর আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে গিয়ে পুজো দেবেন। তিনটে নাগাদ সেবক রোডের একটি হোটেলে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।