তারাপীঠের গর্ভগৃহে অমিত আরাধনা
বৃহস্পতিবার সকালে তারাপীঠ মন্দিরে পৌঁছনোর পর অমিত শাহকে অভ্যর্থনা জানান সেবায়েতরা।
এরপর তেল, গোলাপজল, ঘি, মধু দিয়ে বিগ্রহের 'শৃঙ্গার' করেন বিজেপি সভাপতি।
মন্দিরের সব আচার মেনে নিষ্ঠাভরে পুজো দেন তিনি।
নিজে হাতে বিগ্রহে ৫-৬ রকমের মালা পরিয়ে দেন অমিত শাহ।
পুষ্পাঞ্জলিও দেন বিজেপি সভাপতি।
তারাপীঠ মন্দিরে ১৫ মিনিট ধরে বিগ্রহের আরাধনা করেন অমিত শাহ।
২০১৯ লোকসভা নির্বাচনে বাংলায় ৫০ শতাংশ আসনে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।
লক্ষ্যপূরণের জন্য আশীর্বাদ প্রার্থনা অমিত শাহের।
করজোড়ে বিগ্রহের সামনে 'সংকল্প' বিজেপি সভাপতির।
লোকসভা নির্বাচনে জয় হাসিল করতে 'উত্তরপ্রদেশ মডেলে' সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
পুজোর পর বিগ্রহের ছবি ও মন্দিরের ইতিহাস সম্বলিত পুস্তিকা তুলে দেওয়া হয় তাঁর হাতে।