জম্মুতে পুরসভার নির্বাচনে গেরুয়া ঝড়, গতবারের চেয়েও খারাপ ফল কংগ্রেসের
জম্মু পুরসভার নির্বাচনে ক্লিনসুইপ বিজেপির। ৪৩টি আসন জিতল তারা।
জম্মু পুরসভার ৭৫টি আসনের নির্বাচনে ৪৩ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ ভারতীয় জনতা পার্টি। কংগ্রেসের ভাঁড়ারে সেখানে মাত্র ১৪টি আসন।
কংগ্রেসের চেয়েও বেশি আসন পেয়েছেন নির্দল প্রার্থীরা। তাঁদের ঝুলিতে ১৮টি আসন।
গত পুরসভার ভোট অর্থাত্ ২০০৫ সালে কংগ্রেস পেয়েছিল ২৬টি আসন। তখন জম্মু-কাশ্মীরে পিডিপি-র সঙ্গে জোট সরকারের অংশীদার ছিল রাহুল গান্ধীর দল।
জম্মু অঞ্চলের বাকি ৪৪৬টি ওয়ার্ড অর্থাত্ ৬টি পুরসভা কমিটি ও কাউন্সিলের মধ্যে ১৫টিরই দখল নিয়েছে বিজেপি। নির্দলরা পেয়েছে ১৫টি। এবং কংগ্রেস মাত্র ৫টি।
উল্লেখ্য, ১৩ বছর বাদে জম্মুতে অনুষ্ঠিত হল পুরসভার ভোটগ্রহণ। নির্বাচন বয়কট করেছিল পিডিপি, এনসি, সিপিএম ও বসপা।
গত ১৬ অক্টোবর জম্মুতে তিন দফার নির্বাচন সম্পন্ন হয়। ভোটদানের হার ৬৮.৪ শতাংশ। গত ৮ অক্টোবর শুরু হয়েছিল ভোটগ্রহণ প্রক্রিয়া।
জম্মু বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না বলেন,''বিজেপির উপরে ভরসা করছেন ভোটাররা। এভাবেই মানুষের সেবা করে যাব''। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ভাল কাজ দেখেই মানুষ ভোট দিয়েছেন বলে দাবি রবীন্দ্রের।
ভোটে একটাও আসন না পেয়ে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী হর্ষ দেব সিং।