নাগরিকপঞ্জির পর জম্মু-কাশ্মীরের এই বিশেষ সুবিধা প্রত্যাহার হচ্ছে?
অসমে নাগরিকপঞ্জির পর এবার কি জম্মু-কাশ্মীরে বিলোপ পেতে চলেছে অনুচ্ছেদ ৩৫এ? সংবিধানের এই অনুচ্ছেদ নিয়ে আলোচনা চাইল বিজেপি।
বিজেপির মুখপাত্র সুনীল শেট্টির কথায়, ''অনুচ্ছেদ ৩৫এ নিয়ে সব বিরোধী দলের সঙ্গে আলোচনায় রাজি তারা। সকলের মতামত চাইছি''। এনসি ও কংগ্রেসকে নিশানা করে সুনীলবাবু বলেন, ''অনুচ্ছেদ ৩৫এ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা। এই অনুচ্ছেদ বিলোপ করলে এখানকার বাসিন্দারাই লাভবান হবেন''।
অনুচ্ছেদ ৩৫এ বিলোপের আর্জিতে সুপ্রিম কোর্টের জনস্বার্থ মামলা করেছে আরএসএস ঘেঁষা স্বেচ্ছাসেবী সংস্থা'We the Citizens'।
সোমবার সুপ্রিম কোর্টে অনুচ্ছেদ ৩৫এ নিয়ে শুনানি। এই অনুচ্ছেদ বলবত্ রাখার দাবিতে উপত্যকায় শুরু হয়েছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতে শুনানির পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরা।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে রাজ্যে আসন্ন পঞ্চায়েত, পুরসভা নির্বাচনের আগে অনুচ্ছেদ ৩৫এ নিয়ে শুনানি হলে আইনশৃঙ্খলা বিঘ্ন হতে পারে বলে জানিয়েছে রাজভবন।
অনুচ্ছেদ ৩৫এ অনুযায়ী, রাজ্যের বাইরের লোক জম্মু-কাশ্মীরে স্থাবর সম্পত্তি কিনতে পারবেন না। অর্থাত্ ভারতের অন্য কোনও প্রান্তের বাসিন্দার জমি-বাড়ি কেনার অধিকার নেই।
শুনানির আগে রবি ও সোমবার উপত্যকায় বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। বনধের জেরে দুদিন স্থগিত রয়েছে অমরনাথ যাত্রাও।আইনশৃঙ্খলা রক্ষায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।