লোকসভার আগে ত্রিপুরা পুর নির্বাচনে একচেটিয়া জয় বিজেপির, নিশ্চিহ্ন বিরোধীরা

Fri, 28 Dec 2018-10:38 pm,

ত্রিপুরা পুরসভার উপনির্বাচনে গেরুয়া ঝড়ে টিকতেই পারল না বামেরা। ৬৭টির মধ্যে ৬৬টি আসনই জিতল বিজেপি। বৃহস্পতিবার ওই আসনগুলিতে হয়েছিল ভোটগ্রহণ। বলে রাখি, এর আগে ৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। নির্বাচন কমিশন সূত্রে খবর, পানিসাগর পুরসভায় একমাত্র আসনটি জিতেছে সিপিএম।  

ত্রিপুরায় বিজেপির উত্থানের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে সুনীল দেওধরের। তিনি টুইটারে লিখেছেন, ১১টি পুর কাউন্সিলের মধ্যে ১১টিই, আগরতলা পুরসভার চারটির মধ্যে চারটি আসন জিতেছে বিজেপি। প্রায় সবকটি আসনেই জামানত জব্দ সিপিএমের।     

 

ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশন এদিন ১৪টি পুরসভার ১৫৮টি আসনের উপনির্বাচনের ফল ঘোষণা করে। 

 

বিজেপির জয়ের পর রিগিংয়ের অভিযোগ তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাস। তাঁর কথায়,''ব্যাপক হিংসা ও ভাঙচুরের কারণে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি''। সিপিএম নেতা পবিত্র করের দাবি, গণতন্ত্র হত্যা করেছে বিজেপি। 

বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্যের পাল্টা বক্তব্য, জনসমর্থন হারিয়ে ফেলেছে কংগ্রেস-সিপিএম।

ত্রিপুরার দুটি লোকসভা আসনই জেতার টার্গেট করেছে বিজেপি। পুরভোটের ফলে অ্যাডভান্টেজ গেরুয়া শিবির। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link