`এটা ধর্মের বিধান!` মোদীর নির্দেশ অমান্য করেই করোনা নিরাময়ে যজ্ঞ বিজেপি কর্মী-সমর্থকদের
শ্রাবন্তী সাহা : করোনা থামাতে যজ্ঞের আয়োজন করা হল। তাও আবার খাস কলকাতায়। আয়োজক বিজেপি সদস্যরা।
কলকাতার বেলেঘাটার কাদাপাড়া এলাকায় ৩১ নম্বর ওয়ার্ডে একটি মন্দিরে এই যজ্ঞের আয়োজন করেন তাঁরা। মন্দিরের বাইরে করোনা নিবারণে যজ্ঞ বলে কাগজও সাঁটিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু এতে কি করোনা মোকাবিলা সম্ভব? প্রশ্নের উত্তরে আয়োজক বিজেপি সমর্থক ওম প্রকাশ বলেন, "সনাতন হিন্দু ধর্মে এই ধরনের সমস্যা হলে যজ্ঞের বিধান দেওয়া আছে। তাই এই রোগ নিরাময় হবেই।"
কিন্তু খোদ প্রধানমন্ত্রী যেখানে বৈজ্ঞানিক উপায়ে করোনার মোকাবিলা করতে বলেছেন, সেখানে কেন এমন যজ্ঞের আয়োজন? বিজেপি সমর্থকের কথায়, "পুজো করতে বাধাও দেননি প্রধানমন্ত্রী। তাই এই আয়োজন।"
প্রশ্ন উঠছে, এমন অন্ধবিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে পরতে পারেন। করোনার চিকিৎসা না করে অন্ধবিশ্বাস নিয়ে চললে, সঙ্কট আরও বাড়বে বলেই মনে করছেন বিশিষ্টরা।