তৃণমূলের সৌজন্যে `আর একবার মোদী সরকার` ফ্লেক্স! ভাইরাল ছবির নেপথ্যে?
'আর একবার মোদী সরকার'। ফ্লেক্সে অমিত শাহের ছবি। বিটি রোডে বনহুগলি মোড়ে এই ফ্লেক্সই এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিজেপির 'আর একবার মোদী সরকার' ফ্লেক্স নজর কেড়েছে তলায় 'সৌজন্যে বরানগর তৃণমূল' লেখায়। আর এনিয়ে এখন জোর কাজিয়া। তা তৃণমূল কংগ্রেসই বা খামোখা অমিত শাহের হয়ে প্রচার করতে যাবে?
তৃণমূল নেতৃত্বের দাবি, ব্রিগেড উপলক্ষে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট ছিল। সেটি সরিয়ে বিজেপি ফ্লেক্স লাগিয়েছে।
বিজেপির পাল্টা দাবি, তৃণমূল নেত্রীর ছবি সরানো হয়নি। হতে পারে অমিত শাহকে অভ্যর্থনা জানাতে তৃণমূলই এমনটা করেছে।
বরানগর পৌরসভার চেয়ারপার্সন অপর্না মল্লিকের কথায়,''এটা নিন্দনীয়। ধিক্কার জানাচ্ছি। সারা ভারতজুড়ে নৈরাজ্য সৃষ্টি করছে বিজেপি। ন্যূনতম রাজনৈতিক সৌজন্যটুকু নেই ওদের। চরম অসভ্য একটা দল। ব্রিগেড উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়েছিলাম। সেটা সরিয়ে নিজেদের প্রচার করেছে''।
বিজেপি নেতা মানস ভট্টাচার্যের বক্তব্য,''তৃণমূল নেত্রী ও ওনার দলের কাছ থেকে বিজেপি সৃষ্টাচার শিখবে না। আদৌ মুখ্যমন্ত্রীর ছবি ছিল কি না, সেটাই জানি না। হতেও পারে অমিত শাহকে অভ্যর্থনা জানিয়েছে তৃণমূল। অশান্তি ছড়াতে এসব দুষ্কর্ম করছে শাসক''।