ভর দুপরে ৬-৬ বার বিস্ফোরণে কেঁপে উঠল ট্যাংরা
পর পর ৬ বার তীব্র আওয়াজ। বিস্ফোরণে কেঁপে উঠল ট্যাংরা। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে ট্যাংরা থানার সামনে ডিসি দে রোড ও গোবিন্দ খটিক রোডে ।
বিস্ফোরণের জেরে বড়সড় ফাটল দেখা দিয়েছে রাস্তায়। ছিটকে পড়েছে ম্যানহোলের ঢাকনাও। ফুটপাথেও ফাটল ধরেছে।
স্থানীয়রা জানিয়েছেন, তীব্র আওয়াজে কেঁপে ওঠে এলাকা। তবে কী কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে অনুমান, রাস্তার নীচের গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
অথবা পুরসভার নিকাশি নালাতেও গ্যাস জমে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পুরসভার ইঞ্জিনিয়ররা। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।