বলিউডের ৬টি সিনেমা, যা নিয়ে ঝড় ওঠে গোটা দেশ জুড়ে
রানি পদ্মিনীর জীবন নিয়ে তৈরি সিনেমা 'পদ্মাবতী'র মুক্তি নিয়ে গোটা দেশ জুড়ে আন্দোলনের হুমকি দেয় রাজপুত করনি সেনা, এরপর সিনেমার নাম পরিবর্তন করে হয় 'পদ্মাবত', কিন্তু, তাতেও রেহাই পাননি সঞ্জয় লীলা বনশালী, অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা দেশ জুড়ে বাধা মুক্ত হয় দীপিকা পাডুকনের 'পদ্মাবত'
সঞ্জয় লীলা বনশালীর সিনেমা 'বাজিরাও মস্তানি' নিয়েও বিক্ষোভ শুরু করে বেশ কিছু গেরুয়া সংগঠন
২০১৩ সালে যখন 'রামলীলা' মুক্তি পায়, সেই সময়ও বিক্ষোভ শুরু হয় দেশের বেশ কিছু জায়গায়, যার মধ্যে জলন্ধর, দিল্লি, রাজকোট সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে বেশ কিছু সংগঠন
হিন্দু ভাবাবেগে আঘাত করা হচ্ছে, এই অভিযোগে রাজকুমার হিরানির সিনেমা 'পি কে 'নিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে বজরং দল, শিবসেনার মত একাধিক সংগঠন
শাহরুখ খান এবং কাজল-এর সিনেমা 'মাই নেম ইজ খান' নিয়েও জোর জল্পনা শুরু হয়
দীপা মেহতার সিনামা 'ফায়ার' নিয়ে এক সময় গোটা দেশ জুড়ে ঝড় ওঠে, সমকামিতাকে কেন এভাবে খোলাখুলি দেখানো হল, তা নিয়ে প্রশ্ন তোলা হয় শাবানা আজমি এবং নন্দিতা দাস অভিনীত ওই সিনেমায়