রাম মুখার্জির শেষকৃত্যে উপস্থিত বলিউড
রাম মুখার্জির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি।
রাম মুখার্জির শেষকৃত্যে উপস্থিত ছিলেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর।
ভিলে পার্লেতে রাম মুখার্জির শেষকৃত্যে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মা কৃষ্ণা মুখার্জিও।
বাবার মৃত্যুতে এদিন রানিকেও যথেষ্ঠ বিমর্ষ দেখাচ্ছিল।
মুম্বইয়ের ভিলে পার্লে শশ্মানে বাবার শেষকৃত্যে এসে হাজির ছিলেন রানি মুখার্জি।
পরিচালক, প্রযোজক রাম মুখোপাধ্যায়ের শেষকৃত্যে পৌঁছে ছিলেন রণবীর কাপুর।
রানির বাবা রাম মুখোপাধ্যায়ের শেষকৃত্যে এসে ভীষণই বিমর্ষ দেখাচ্ছিল আদিত্য চোপড়াকে।
রানি মুখোপাধ্যায়ের বাবার শেষকৃত্যে উপস্থিত ছিলেন রণবীর সিং। রণবীরের কেরিয়ার শুরু হয়েছিল আদিত্য চোপড়ার বি আর চোপড়া প্রোডাকশনের মাধ্যমে। সেই সূত্রে রানির পরিবারের সঙ্গে রণবীরের সম্পর্ক বেশ ভালো।
গুলাম সহ আমিরের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন রানি। রবিবার রানির বাবার শেষকৃত্যে হাজির ছিলেন মিস্টার পারফেক্টশনিস্টও।
রাম মুখার্জির মৃত্যুর খবর পেয়ে আমির খান, রণবীর সিং-কে নিয়ে রানির বাড়িতে ছুটে আসেন আদিত্য চোপড়া।
রানি মুখার্জির সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। রানি-শাহরুখ দুজনেই একে অপরের ভালো বন্ধু বলে পরিচিত।
রানি মুখার্জি বাবা রাম মুখার্জির মৃত্যুর খবর পেয়েই তরিঘরি ছুটে আসেন বহু বলিউড তারকা। ভিলে পার্লে শশ্মানে শেষকৃত্যে হাজির হন বলিউড বাদশা।