Bomb Cyclones: ধেয়ে আসছে মহাবিপর্যয়! ঝড়ের ভয়ংকরতা তো আছেই, সঙ্গে ২০ ট্রিলিয়ন গ্যালন জল ঝরবে রাক্ষুসে বৃষ্টিতে...
বম্ব সাইক্লোনকে ইনটেনস উইন্টার স্টর্ম বলেও উল্লেখ করেন আবহাওয়া বিশেষজ্ঞেরা।
এর জেরে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়। স্বল্পসময়ের মধ্যেই ঘটা আচমকা বিপুল বৃষ্টিতে ধুয়ে-মুছে যায় সব।
এই ঝড়ের ভয়ংকর ভয়াবহতার কথা মাথায় রেখেই একে 'বম্ব সাইক্লোন' নাম দেওয়া হয়েছে। যা বোমার মতো ফেটে পড়ে!
এবারে মার্কিন দেশের উপকূলে এই দুর্যোগ ঘটতে চলেছে। ওরেগন ও ওয়াশিংটন-- এই দুই শহরের কপাল এবার ভয়ানক খারাপ হতে চলেছে। ওরেগনে ৫ ট্রিলিয়ন ও ওয়াশিংটনে ৩ ট্রিলিয়ন গ্যালন জলে প্লাবিত হবে! দুঃসহ!
তবে সব মিলিয়ে পশ্চিম মার্কিন দেশে মোট ২০ ট্রিলিয়ন গ্য়ালন জল এই ঝড় ঝরিয়ে যাবে বলে শোনা যাচ্ছে। যা ওই অংশে এক মহাপ্লাবন ডেকে আনবে!
এই বম্ব সাইক্লোনের জেরে আর কী হতে পারে? এর জেরে ঘটা বিপুলতম বৃষ্টিপাতের জন্য ফ্ল্যাশ ফ্লাড হতে পারে, হতে পারে মাডস্লাইড বা ল্যান্ডস্লাইড। এমনকি পাহাড়ে ইতিহাস সৃষ্টিকারী তুষারপাত হতে পারে!