EXPLAINED | Rishabh Pant: ভরাডুবির মাঝে পন্থের অস্থির ইনিংস! ঋষভের হাফ সেঞ্চুরির আগুনে ছাই ৫০ বছরের রেকর্ড...

Sat, 04 Jan 2025-5:23 pm,

শেষহল সিডনি টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের শেষে ভারত ৬ উইকেটে ১৪১ রান করেছে। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া এগিয়ে ১৪৫ রানে। তবে হাতে মাত্র ৪ উইকেট।

এখনও ক্রিজে রয়েছে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। তৃতীয় দিনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে জাদেজা এবং ওয়াশিংটনকে। সারাদিনে ১০০ রান যদি আরও টোটাল রানের সঙ্গে না জুড়তে পারেন। তাহলে বড় সমস্যা হতে পারে ভারতের। 

 

প্রথম দিন ১৮৫ রানেই টিম ইন্ডিয়ার গল্প গুটিয়ে যায়। যদিও দ্বিতীয় দিনেই অস্ট্রেলিয়ার ইনিংসকে থামিয়ে দিয়েছিল ভারতীয় বোলাররা। 

দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটারদের কনফিডেন্স ছিল তুঙ্গে। যশস্বীর দুরন্ত এক ওভারে চারটি চার যেন ভারতীয় ফ্যানদের মনে আশা জাগিয়েছিল। 

কিন্তু তার পরেই শুরু হল ব্যাটিং অর্ডারে বিশাল ভরাডুবি। কেএল রাহুলকে দিয়ে শুরু। তারপর যশস্বী। মাত্র ৬ রান করে ফিরলেন কোহলি এবং গিল। 

কিন্তু এত ভরাডুবির পরেও ১৪১ রানের পেছনে ঋষভের ধামাকাদার, অস্থির ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথম বলেই বিশাল ছক্কা।  প্রথম থেকেই বিধ্বংসী মুডে ব্যাটিং করলেন তিনি। মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন। আর সেইসঙ্গে তাঁর ঝুলিতে এক নয়া রেকর্ড জমা হয়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে অতিথি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সবথেকে দ্রুত ৫০ রান করলেন। আগে এই রেকর্ড ইংল্য়ান্ডের জন ব্রাউন এবং ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডরিক্সের দখলে ছিল। তাঁরা দুজনেই অস্ট্রেলিয়ার উইকেটে ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link