Bou Mela: পুজোয় ইছামতীর পারে বসে `বউ মেলা`, পুরুষরা সেখানে ঢুকলেই...

Rajat Mondal Mon, 14 Oct 2024-7:30 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শারদীয় দুর্গাপুজোর দশমীতে ইছামতি নদীর তীরে এবারও বসেছিল এক দিনের 'বউ মেলা'।

নারী-শিশুসহ সব বয়সীদের উপচে পড়া ভিড় ছিল মেলায়। মেলায় পুরুষ ক্রেতার প্রবেশাধিকার নেই বললেই চলে।

শুধুমাত্র নারীদের নিয়ে এই মেলা বলে মেলাটি 'বউ মেলা' হিসাবে পরিচিত। মেলা যেন হয়ে ওঠে এক সার্বজনীন বিনোদনের কেন্দ্র।

মেলায় বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেন বিভিন্ন এলাকা থেকে আসা নারী ব্যবসায়ীরা।

মেলায় বিভিন্ন রকমের মিষ্টি থেকে শুরু করে খেলনা, চুরি, কানের দুল, আলতা, মাটির তৈরি ও বাঁশের তৈরি নানা সামগ্রী ও গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র।

মেলায় চিনি ও গুড়ের নানা রকমের মিষ্টি কেনাকাটায় ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মত।

এ ছাড়া মেলায় আগত সব বয়সী নারীদের স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে দেখা গিয়েছে। 

এটা শুধু পুজো উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মেলা নয়। মেলাটি সার্বজনীন। মেলায় নারীদের প্রসাধনী সামগ্রী ইচ্ছেমতো ক্রয় করা যায়। 

মেলা আয়োজক কমিটির সভাপতি জানান, দুর্গাপুজো উপলক্ষে একশ বছরের বেশি সময় ধরে একদিনের জন্য বসানো হয় এই মেলা। প্রতি বছর দূরদূরান্তের মানুষ এই মেলায় আনন্দ উপভোগ করতে আসেন। এ বছরও তার কোনো কমতি ছিল না।

সকাল থেকে মেলা শুরু হলেও সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মেলা শেষ হয় বলে জানান তারা।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link