শপিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হলেন এই ফুটবলার!
করোনায় আক্রান্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথের গোলকিপার।
২২ বছর বয়সী গোলরক্ষক অ্যারন র্যামসডেল নিজেই জানিয়েছেন তিনি করোনায় আক্রান্ত।
অ্যারন র্যামসডেল জানান, "গত সপ্তাহেও আমার পরীক্ষা হয়েছিল তখন নেগেটিভ এসেছিল। আমি তো স্বাভাবিক ছিলাম। লকডাউনের নিয়ম মেনে সুপার মার্কেটে গিয়েছিলাম, আর গাড়িতে পেট্রোল ভরেছি। " সুপার মার্কেটে শপিংয়ের সময় করোনার সংক্রমণ হতে পারে বলে মনে করছেন অ্যারন।
র্যামসডেলকে আপাতত সাতদিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। তবে তার শরীরে তেমন কোনও উপসর্গ নেই বলেই জানিয়েছেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি ক্লাবগুলির মতোই অনুশীলন শুরু করেছিল বোর্নমাউথও। সবমিলিয়ে দ্বিতীয় দফায় করোনা পরীক্ষার পর ৮ জন আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর।