স্যাকরা পাড়ার পুজো হবে জগৎ মুখার্জি পার্কেই, সাহায্যের হাত বাড়ালেন উদ্যোক্তারা
বছর ঘুরে বাপের বাড়ি ফিরছেন উমা। অথচ এদিকে ঘর বাড়ি সর্বস্ব খুইয়ে কার্যত পথে বসেছেন বউবাজারের বাসিন্দারা। তাই এ বছরের পুজোর আনন্দের রেশটুকুও নেই বউবাজারে। কার্যত ধ্বংশস্তুপে পরিণত হয়েছে দুর্গা পিতুরি লেন, স্যাকরা পাড়া লেনসহ বউবাজারের একাধিক এলাকা।
দীর্ঘদিন ধরে দুর্গাপুজো হয়ে এলেও এ বছর বউবাজারের ভয়াবহ বিপর্যয়ের জেরেই বন্ধ স্যাকরা পাড়া পুজোও। বসতবাড়ি খুইয়ে হোটেলে ঠাঁই হয়েছে তাঁদের।
তবে এই বিপর্যয়ে স্যাকরা পাড়া পুজো কমিটির পাশে এসে দাঁড়ালেন জগৎ মুখার্জি পার্ক পুজো কমিটির উদ্যোক্তারা।
দীর্ঘ ৫৬ বছর ধরে চলে আসছে স্যাকরা পাড়ার পুজো। তবে বউবাজারের আকস্মিক বিপর্যয়ে তাতে খেদ পড়তে চলেছিল এবার।
খবর পেয়ে ৫৬ বছরের এই দুর্গাপুজোর পাশে দাঁড়ালেন উত্তর কলকাতারই অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটি। জানালেন স্যাকরা পাড়ার পুজোর আরতি হবে জগত মুখার্জি পার্কের পুজোতেই। সব মিলিয়ে বলার অপেক্ষা রাখে না এ এক মেলবন্ধনেরই পুজো।