চার মাসের Pregnant এই যুবক! প্রকৃতির নিয়ম বিরুদ্ধ ঘটনা বিশ্বাসই করতে পারছেন না অনেকে

Tue, 29 Dec 2020-6:16 pm,

১৮ বছর বয়সী Mikey Chanel. তিনি যখন প্রথমবার খবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, অনেকে নিজেদের দুকান ও দুচোখকে বিশ্বাস করতে পারেননি।

Mikey Chanel চার মাসের অন্তঃস্বত্ত্বা। প্রকৃতির নিয়ম বিরুদ্ধ ব্যাপার। একজন যুবক, যিনি নিজের গর্ভে সন্তান ধারণ করবেন!

 

চিকিত্সরা বলছেন, মিকের শরীরে Female Reproductive System রয়েছে। যার ফলে তাঁর অন্তঃস্বত্ত্বা হওয়া অস্বাভাবিক কিছু নয়।

 

মিকের মায়ের কথা অনুযায়ী, তাঁর ছেলে গর্ভে থাকাকালীন চিকিতসকরা বলেছিলেন, মেয়ে হবে। মিক ছেলে হয়ে জন্মগ্রহণ করলেও তাঁর মধ্যে মেয়েদের সমস্ত লক্ষ্ণণ ছিল। এমনকী কথা বলার ধরণ, হাঁটাচলা, স্বভাব-চরিত্র ছিল মেয়েদের মতোই।

মিকের দাবি, স্কুল জীবন থেকেই তাঁকে টিটকিরি শুনতে হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, একজন মানুষ কি স্বাধীনভাবে নিজের জীবনের  ধরণ বেছে নিতে পারে না! 

মিক আরও জানিয়েছেন, তিনি সব সময়ই মা হতে চেয়েছেন। তাঁর সেই স্বপ্ন এতদিনে পূরণ হবে। সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মিক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link