Mouni Roy : বর্ষশেষ-বর্ষশুরুর সন্ধিক্ষণে দুবাইতে Hot অবতারে মৌনি রায়...
বর্ষশেষ আর বর্ষশুরুর সন্ধিক্ষণে দুবাইতে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী মৌনি রায়। দুবাই-এর এক সৈকতে কালো স্যুইম স্যুটে দেখা গেল মৌনিকে। ছবি পোস্ট করে অভিনেত্রীর ক্যাপশান 'Me to the sea'।
মৌনির পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, এই মুহূর্তে নুরাই দ্বীপে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
তবে মৌনি এক নন, অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার, পরিবারের অন্যান্যরা।
তবে শুধু ঘুরে বেড়ানোরই নয়, সঙ্গে পাল্লা দিয়ে চলছে পেট পুজোও। তা মৌনির ইনস্টা স্টোরিতেই বেশ স্পষ্ট।
প্রসঙ্গত এবছরের শুরুতেই ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মৌনি। অভিনেত্রীর স্বামী সূরজ দুবাইয়ের একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার।
তবে শুধু কালো বিকিনি-ই নয়, ধূসর হল্টারনেট টপ আর শর্টস স্কার্টে মৌনি যেন এক্কেবারে 'বার্বি ডল'।
প্রসঙ্গত, কাজের সূত্রে মৌনি মুম্বইতে থাকলেও তাঁর স্বামী সূরজ দুবাই-এর বাসিন্দা। সেখানকার ব্যবসায়ী। আর সেকারণেই কাজ ছাড়া বাকি সময় এখন দুবাইতেই থাকেন মৌনি।
প্রসঙ্গত মৌনির শ্বশুরমশাই রাজা নাম্বিয়ার একজন ব্যবসায়ী, আর শাশুড়িমা রেণুকা একজন গায়িকা।