আজ ব্রাজিল খেলুক রনজিতের দেখানো পথে ...
জলপাইগুড়ি মাশকলাইবাড়ি এলাকার পাল বাড়ি যেন ব্রাজিলের ডেরা। (নিজস্ব চিত্র)
ব্রাজিলের জাতীয় পতাকা, নেইমার, কুটিনহো, পাউলিনহো, জেসাসদের কাট আউটে সেজে উঠেছে গোটা বাড়ি। (নিজস্ব চিত্র)
ব্রাজিল সমর্থক(বিশেষভাবে সক্ষম) ছেলের ইচ্ছেপূরনেই এমন সাজো সাজো রব পাল বাড়িতে। (নিজস্ব চিত্র)
ছেলে রনজিতের জন্যই গোটা বাড়ি ব্রাজিলের রঙে সাজিয়ে তুলেছেন বাবা রঞ্জন পাল। (নিজস্ব চিত্র)
জলপাইগুড়ি ওয়েলফেয়ার স্কুলের ছাত্র রনজিত পাল বলেই দিয়েছে, ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবেই। (নিজস্ব চিত্র)