এখানেই হয়েছিল বিশ্বকাপ ফাইনাল, করোনা মোকাবিলায় সেই স্টেডিয়াম এখন হাসপাতাল
বিশ্বজুড়ে আতঙ্কের আর এক নাম কোভিড ১৯। করোনাভাইরাস হু হু করে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে।
একই পরিস্থিতি ব্রাজিলেও। আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২০০০। এই অবস্থায় অন্যান্য দেশগুলোর মতো এখানেও বন্ধ সব ধরনের খেলাধুলা।
এই মারণ ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এসেছে ব্রাজিলের ফুটবল ক্লাব গুলো। এমনকি স্টেডিয়াম গুলোকে তারা সে দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা র জন্য স্টেডিয়াম গুলিকে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রিও ডি জেনেরিওর ফ্ল্যামিংগো ক্লাব তাদের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামকে স্বাস্থ্য কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। আর সেখানেই এখন গড়ে উঠছে অস্থায়ী হাসপাতাল।
করোনা প্রতিরোধে এভাবেই করিন্থিয়ান্স , স্যান্টোস ক্লাব স্টেডিয়াম ছেড়ে দিয়েছে করণ আক্রান্তদের জন্য।