ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েই দোরগোড়ায় দাঁতালের সঙ্গে দেখা! এলাকায় আতঙ্ক...

Soumitra Sen Wed, 19 Jul 2023-1:17 pm,

হাতির হামলা অব্যাহতই ঝাড়গ্রামে। মঙ্গলবার রাতে শিমুলডাঙা এলাকার প্রায় ১০টি বাড়ি ভাঙচুর করে হাতির দল। বর্ষার সময় ঘর-ভাঙা নিরাশ্রয় অবস্থায় চরম বিপদের  মুখে পরিবারগুলি। 

ফের যে হাতি হামলা চলাবে না, তার কোনও নিশ্চিয়তা নেই। হুলাপর্টিও কর্মবিরতি পালন করায় হাতি তাড়ানোও যাচ্ছে না। ফলে চরম সমস্যায় এলাকার মানুষজন। আর বনদফতরও কোনও ব্যবস্থা করছে না বলে অভিযোগ। 

ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল। মাঠেও সেরকম কিছু নেই। এদিকে মাঠে-মাঠে ধান রোওয়া চলছে। আজ, বুধবার খাবারের সন্ধানে সাতসকালেই লোকালয়ে ঢুকে পড়ে দলমার দাঁতালের দল। একটা-দুটো নয়, ঘুম থেকে উঠে এতগুলো হাতিকে ঘরের দোরগোড়ায় দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। 

 

ঝাড়গ্ৰাম ব্লকের বালিভাসা, মানিকপাড়া-সহ একাধিক এলাকায় তাণ্ডব চালায় দাঁতালের দলটি। ছোট-বড় মিলিয়ে কমপক্ষে ৩০-৪০ টি হাতি রয়েছে ওই দলে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রাতে ঘর ভেঙে ভোরবেলা দাঁতালের দল খাবারের খোঁজে ঝাড়গ্রাম ব্লকের গ্ৰাম-সন্নিহিত চাষের জমিতে তাণ্ডব চালায়।

হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দাঁতালের দলটিকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় রুটমার্চ করার পর অবশেষে দাঁতালের দল জঙ্গলে প্রবেশ করে। 

তার আগে প্রায় ২০ বিঘা চাষের জমি তছনছ করে দলটি। বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশই বাড়ছে গ্রামবাসীদের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link