বিশ্বের সবচেয়ে দামী ওষুধ, দাম ১৮ কোটি টাকা, কোন রোগ সারায়?
নিজস্ব প্রতিবেদন: বিশ্ব বাজারে সবচেয়ে দামী ওষুধ। যা অনুমোদন দিয়েছে United Kingdom's National Health Service (NHS)। যার দাম ভারতী মুদ্রায় ১৮ কোটি টাকা।
কী রোগ সারায় এত দামী ওষুধ? জানা গিয়েছে, একেবারে নির্মূল করে দেয় বিরল জেনেটিক রোগ। জিন থেরাপিতে কাজ করবে এই ওষুধ। যার নান জোলজেনসমা (Zolgensma)।
প্রতি ডোজের দাম ১৮ কোটি টাকা। সোমবার এই ওষুধ সম্পর্কে বিবৃতি দিয়েছে ইংল্যান্ডের NHS।
এই ওষুধ Spinal Muscular Atrophy (SMA), গুরুতর ও বিরল জিনের রোগ, প্যারালাইসিস, দুর্বল পেশি, ইত্যাদি চিকিৎসা চালানোর সময় রোগীদের এই ওষুধ দেওয়া হবে।
যে সমস্ত শিশুরা বা ছোট বাচ্চারা Spinal Muscular Atrophy (SMA) আক্রান্ত এবং জন্মগতভাবে তারা এই type 1 SMA তে ভুগছে তাদেরকে এই দুর্মূল্য ওষুধ দেওয়া যেতে পারে।
Zolgensma ওষুধ প্রয়োগে বাচ্চারা ভেন্টিলেটর ছাড়া শ্বাস নিতে পারবে। হামাগুড়ি এবং হেঁটে চলা ফেরা করতে পারবে Spinal Muscular Atrophy (SMA) আক্রান্ত শিশুরা।
National Health Service এর চিফ এক্সিকিউটিভের কথায়, নিষ্ঠুর রোগকে দূরে সরিয়ে পরিবারে খুশি নিয়ে আসবে এই ওষুধ।
প্রসঙ্গত, এই রোগ (Spinal Muscular Atrophy (SMA) হ'ল জিনগত রোগ। যার ফলে মেরুদণ্ড এবং মস্তিস্কের স্নায়ু কোষ দুর্বল থাকে। যার ফলে কোনও ব্যক্তি তাদের পেশিগুলির গতি নিয়ন্ত্রণ করতে পারে না।