ফিরবে পুরনো দিন! আবার ভরা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পথে এই দেশ
সব কিছু ওলটপালট করে দিয়েছে করোনাভাইরাস। কোনওকিছুই আর আগের মতো নেই। ভিড় বা জমায়েত করে কোথাও কিছু করা যাবে না। এটাই এখন নতুন নিয়ম। তাই স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা।
দীর্ঘদিন পর আবার ক্রিকেট ফিরেছে মাঠে। কিন্তু দর্শকদের গ্যালারিতে ফিরতে দেওয়া হচ্ছে না। ফলে দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ। ফাঁকা মাঠে খেলতে নেমে ক্রিকেটারদেরও মন খারাপ।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়েই লকডাউনের পর ক্রিকেট ফিরেছে। ইতিমধ্যে পাকিস্তান দল সিরিজ খেলতে হাজির হয়েছে ইংল্যান্ডে। জানা যাচ্ছে, ইংল্যান্ডের সরকার আবার ভরা গ্যালারিতে ম্যাচ আয়োজনের কথা ভাবছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইঙ্গিত দিয়েছেন, অক্টোবর থেকে ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে আসতে পারবেন দর্শকরা। আবার আগের মতো ভরা গ্যালারি হবে।
দর্শকদের মাঠে ঢোকার আগে কিছু সতরক্কতা অবলম্বন করতে হবে। মানতে হবে কিছু নিয়ম। এমনই জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।