করোনাকে হারিয়েছেন, এবার দেশকে বাঁচাতে কাজে ফিরলেন ‘নোভেল জয়ী’ বরিস জনসন
নিজস্ব প্রতিবেদন: কাজে যোগ দিলেন ‘নোভেল জয়ী’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শারীরিক অবস্থতার অবনতির জেরে ভেন্টিলেশনে পর্যন্ত থাকতে হয়েছিল তাঁকে।
১২ এপ্রিল সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান বরিস জনসন। সুস্থ হয়ে ভিডিয়ো বার্তায় জনসন তাঁর চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছিলেন। অবশেষে দেশের এই কঠোর পরিস্থিতিতে হাল ধরতে ফের কাজে যোগ দিলেন প্রধানমন্ত্রী।
ডাউনিং স্ট্রিট থেকে বেরিয়ে কাজে যোগ দেওয়ার পরই তাঁকে প্রথম যে সিদ্ধান্ত নিতে হবে তা হল সামাজিক দূরত্ব জারি রাখার আইন নিয়ে। গত মাসের ২৩ তারিখ এই নিয়ম কার্যকরী করেছিলেন জনসন। এখন এই আইন বলবৎ থাকবে কিনা সে বিষয়ে তাকে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
এখনও পর্যন্ত সেখানে ৭ মে পর্যন্ত সেখানে সামাজিক দূরত্ব মেনে চলার নিদান রয়েছে। এবার ৭ মে এর পর সেখানে কোনও ছাড় মিলবে কিনা সে বিষয়ে খোলসা করে জানানোর জন্য রাজনৈতিক চাপ আসছে। সেই সিদ্ধান্তই নিতে হবে প্রধানমন্ত্রীকে।
ব্রিটিশ বিদেশ দফতরের তরফে ডোমিনিক রাব জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাজে যোগ দেওয়া নি:সন্দেহে সরকার ও দেশের জন্য উৎসাহের কারণ হবে। তবে লকডাউনের ভবিষ্যত জানতে চেয়ে ইতিমধ্যেই জনসনের কাছে ফোন এসেছে বিরোধী দলনেতা কেইর স্টারমারের।