Malbazar: শীতের রাতে চিতাবাঘের হামলা! ঘর থেকে তুলে নিয়ে গেল আস্ত ছাগল...

Malbazar Leopard Attack: ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কিছুদিন আগেও ওই এলাকায় হাতির হাত থেকে রক্ষা পান তিন যুবক। এলাকাটি চালসা রেঞ্জের খড়িয়ারবন্দর জঙ্গল সংলগ্ন।

Updated By: Dec 10, 2024, 02:06 PM IST
Malbazar: শীতের রাতে চিতাবাঘের হামলা! ঘর থেকে তুলে নিয়ে গেল আস্ত ছাগল...

অরূপ বসাক: শীতের রাত। বাড়ির সকলেই গভীর নিদ্রায় মগ্ন। ওই সময় বাড়ির ভিতরে থাকা ছাগলের ঘরের বেড়া ভেঙে একটি ছাগল তুলে নিয়ে গেল চিতাবাঘ। পরে এটি আরও একটি ছাগল তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে দ্বিতীয় ওই ছাগলটিকে ছেড়ে পালিয়ে যায় চিতাবাঘটি। যদিও ওই ছাগলটিও পরে মারা যায়। মালবাজার মহকুমার মেটেলি  ব্লকের বাতাবাড়ি দিঘিরপাড় এলাকার ঘটনা।

আরও পড়ুন: Solar System with Three Suns: ৫০০ আলোকবর্ষ দূরে 'গ্রহের কারখানা'! 'ফ্রোজেন মলিকুল' দিয়ে সেখানে রান্না হচ্ছে নতুন 'পৃথিবী'...

ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কিছুদিন আগেও ওই এলাকায় হাতির হাত থেকে রক্ষা পান তিন যুবক। এলাকাটি চালসা রেঞ্জের খড়িয়ারবন্দর জঙ্গল সংলগ্ন।

এবারের এই চিতাবাঘের আক্রমণের ঘটনা বাতাবাড়ি দিঘিরপার এলাকার সন্তোষ সরকারের বাড়ির। বাড়ির মালিক সন্তোষ সরকার বলেন, 'রাত তখন তিনটে। শব্দ পেয়ে ঘর থেকে বাইরে বের হয়ে দেখি চিতাবাঘ একটি ছাগলকে তুলে নিয়ে যাচ্ছে। ওই সময় চিৎকার করলে চিতাবাঘটি ছাগলকে ফেলে দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ছাগলের ঘরে গিয়ে দেখি একটি ছাগল সেখান থেকে উধাও! তার মানে, ওই ছাগলটিকে আগেই নিয়ে গিয়েছে চিতাবাঘটি।'

আরও পড়ুন: Bengal Weather Updates: তাপমাত্রা একলাফে ৪ ডিগ্রি কমবে! আর মাত্র একদিন পরেই হাড়-কাঁপানো ঠান্ডা বাংলা জুড়ে?

আজ, মঙ্গলবার সকালে ঘটনার খবর চাউর হতেই ওই বাড়িতে বহু মানুষের ভিড় হয়। স্থানীয় জনগণ এলাকায় চিতা বাঘের উপদ্রবে রীতিমতো আতঙ্কিত। হাতি ও চিতা বাঘের উপদ্রব রুখতে এলাকায় বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন তাঁরা। বন দফতরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.