বড়সড় সিদ্ধান্ত বিএসএনএল-এর, কাজ হারাতে পারেন ৫৪,০০০ কর্মী

Wed, 03 Apr 2019-4:45 pm,

খরচ কমাতে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারত সঞ্চার নিগম লিমিটেড। সংস্থার ৫৪,০০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল বিএসএনএল বোর্ড।

কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি অবসরের বয়স কমিয়ে ৫৮ বছর করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সর্বভারতীয় দৈনিক ডেকান হেরাল্ড সূত্রে খবর।

ওই প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিএসএনএল বোর্ড সরকারের গড়ে দেওয়া কমিটির সুপারিশের ১০টির মধ্যে ৩টি কার্যকর করেছে।

ওই বিপুল সংখ্যক কর্মীদের ভিআরএস বা স্বেচ্ছা অবসরের সুযোগ দেওয়া হবে। ৫০ বছরের উর্ধ্বে কর্মীদের ক্ষেত্রে নিয়ম লাগু হবে।

অবসরের বয়স ৬০ থেকে কমিয়ে ৫৮ করা হলে সংস্থার ৩৩,৫৬৮ কর্মী কম হবে। এতে বাঁচবে ১৩,৮৯৫ কোটি টাকা।

কর্মীদের বিপুল টাকা বেতন বাকী রয়েছে। ফলে প্রবল চাপে রয়েছে সংস্থা। তবে মনে করা হচ্ছে এপ্রিল ও মে মাসে সরকার ২৯০০ কোটি টাকা মিটিয়ে দিতে পারে। সংস্থার এক আধিকারিক ডিএনএ-এ জানিয়েছেন, ব্যবসা থেকে ৫০০ কোটি টাকা ও ৩৫০০ কোটি টাকা ঋণ পাবে সংস্থা। এতে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link