দুর্দান্ত ছাড়ের সঙ্গে নতুন prepaid, postpaid,broadband রিচার্জ প্ল্যান লঞ্চে BSNL
নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNl) prepaid, postpaid, landline এবং broadband পরিষেবার জন্য নতুন প্ল্যান নিয়ে আসছে। জানা গিয়েছে প্রতি প্ল্যানের সঙ্গে থাকবে প্রায় ১০ % ছাড়ের সুবিধা।
জানা গিয়েছে , সরকারি কর্মচারীদের জন্য নতুন ছাড়ের সঙ্গে BSNl নিয়ে আসছে একাধিক প্ল্যান। যার মধ্যে থাকবে landline, broadband এবং fiber plans। অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীরাও পাবে এই ছাড়ের সুবিধা।
মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই এই অফার সহ রিচার্জ প্ল্যানের ঘোষণা করবে BSNl।
উল্লেখ্য, সরকারিকর্মীদের এখন ৫ শতাংশ ছাড় দিয়ে থাকে BSNl।
বছরের শুরুতে, গ্রাহকদের জন্য বেশ কিছু prepaid প্ল্যান নিয়ে এসেছে BSNl। যার মধ্যে অন্যতম ৩৯৮ টাকার রিচার্জ প্ল্যান। এর সঙ্গে পেয়ে যাচ্ছেন, ১০০ এসএমএস সহ আনলিমিটেড ভয়েস লোকাল ও ন্যাশেনাল কলিং সুবিধা।
নতুন ছাড়ের সঙ্গে যে রিচার্জ প্ল্যান গুলি BSNl নিয়ে এসেছে, তার সুবিধা গুটি কয়েক শহর ও রাজ্যের গ্রাহকরাই পাবেন।
অন্ধ্র প্রদেশ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরল, কলকাতা, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, চেন্নাই, পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ।