BSNL: বিএসএনএল আনল মাত্র ২০১ টাকার প্ল্যান, ৯০ দিন মিলবে ডেটা-কলের সুবিধে
একের পর সস্তার প্ল্যান এনে অন্যান্য সার্ভিস প্রোভাইডের ঘুম ছুটিয়ে দিয়েছে বিএসএনএল। এবার তারা আনল তিন মাসের একটি প্ল্যান।
যারা কম কথা বলেন বা কম ডেটা ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যান আদর্শ। বিএসএনএলের এই প্ল্যানের দাম মাত্র ২০১ টাকা।
এই প্ল্যানের বৈধতা ৯০ দিন।
প্ল্যানটিতে মোট ৩০০ মিনিট কল করা যাবে যে কোনও নেটওয়ার্কে।
তিন মাস ডেটা পাওয়া যাবে মোট ৬ জিবি। এসএমএস করা যাবে মোট ৯৯টি।