Prepaid Plan | BSNL: রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, এক রিচার্জেই ৪২৫ দিন পার
নতুন বছরে ৪২৫ জন্য একটি প্ল্যান আনল বিএসএনএল। অর্থাত্ একবার রিচার্জ করলেই নিশ্চিন্ত।
এই প্ল্যানের খরচ ২৩৯৮ টাকা। তাহলেই ৪২৫ দিন রিচার্জের চিন্তা থেকে মুক্তি।
প্ল্যানটিতে মিলবে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধে।
ডেটা নিয়েও চিন্তা নেই। ২৩৯৮ টাকার এই প্ল্যানে মিলবে রোজ ২ জিবি হাইস্পিড ডেটা। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর এই প্ল্যানে 40kbps এর ইন্টানের স্পিড থাকবে।
রোজ করা যাবে ১০০ এসএমএস। তবে আসল কথা হল এই প্ল্যানটি আপাতত জম্মু ও কাশ্মীরের জন্য। ভবিষ্যতে অন্যান্য সার্কেলেও এটি চালু হয় কিনা সেটাই এখন দেখার।