মাত্র ১৮ টাকায় আনলিমিডেট ডেটা দিচ্ছে BSNL
জিও আসার পর থেকে বদলে গিয়েছে মোবাইল পরিষেবার বাজার। কত কমে কত বেশি ডেটা দেওয়া যায় সেই প্রতিযোগিতায় মেতেছে সব সংস্থা। দাম কমানোর প্রতিযোগিতায় টেক্কা দিতে আগেই মাঠে নেমেছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। আর এবার একেবারে জলের দরে ডেটা প্যাক ঘোষণা করল তারা। বিএসএনএল-এই নতুন প্যাকে মাত্র ১৮ টাকায় মিলবে আনলিমিটেড ডেটা।
বিএসএনএল-এর তরফে জানানো হয়েছে, ১৮ টাকার এই প্যাকে মিলবে আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ভিডিও কল ও আনলিমিটেড ডেটা। প্যাকটি চালু থাকবে ২ দিনের জন্য।
বিএসএনএল-এর মতো প্যাক রয়েছে জিও-রও। জিওর ১৯ টাকার প্যাকে প্রতিদিন মেলে ০.১৫ জিবি ডেটা অনলিমিটেড ভয়েস কল ও ২০টি এসএমএস।
এছাড়া ১,৮০১ টাকার একটি প্যাক চালু করেছে বিএসএনএল। সেই প্যাকে মিলবে ২,১২৫ টাকার টক টাইম ও ১৫ জিবি ডেটা।
১,২০১ টাকার প্যাকে মিলবে ১,৪১৭ টাকার টক টাইম ও ১০ জিবি ডেটা।