নেটওয়ার্ক এবং পরিষেবা আরও উন্নত করতে কোটি টাকা বিনিয়োগ BSNL-এর
যতই কম খরচে বেশি বেশি ডেটার অফার থাকুক না কেন, নেটওয়ার্কের সমস্যা গ্রাহকদের খুবই অপছন্দের।
এবার সেই নেটওয়ার্ক সমস্যা মেটাতেই ময়দানে নেমে পড়ল ভারত সঞ্চার নিগম (BSNL)।
মোবাইল নেটওয়ার্ক উন্নত করার জন্য প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিএসএনএল। পাশাপাশি সরকারি কিছু প্রজেক্টেও ৫ থেকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বিএসএনএল।
জানা যাচ্ছে, ২০১৮-২০১৯ অর্থবর্ষে এই পরিমাণ টাকা নেটওয়ার্ক উন্নত করার কাজে লাগাবে বিএসএনএল।
মোবাইল নেটওয়ার্ক উন্নত করা, ব্রডব্যান্ড পরিষেবার উন্নত পরিকাঠামো তৈরি প্রভৃতি ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবে এই সংস্থা।
এমনটাই জানালেন বিএসএনএল-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অনুপম শ্রীবাস্তব।
তিনি আরও বলেন, "ভারত নেট, নেটওয়ার্ক ফর স্পেকট্রাম উত্তর-পূর্ব অঞ্চলে টেলিকম পরিষেবার উন্নয়নে এবং তার পাশাপাশি আন্দামানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টা চলাচ্ছে।"
এছাড়া, ৩জি পরিষেবার জন্য ১২ হাজার মোবাইল টাওয়ার বসানোরও ব্যবস্থা করা হচ্ছে।
৩জি-র পাশাপাশি ১০ হাজার ৪জি টাওয়ারও বসানোর পরিকল্পনা রয়েছে বিএসএনএল-এর।