Buddhadeb Bhattacharjee: ভিড়ের চোখে জল! আবেগকম্পিত বাঙালির শেষ শ্রদ্ধা `প্রিয় নেতা` বুদ্ধদেবকে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে আসা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় থেকে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সকলে শ্রদ্ধাজ্ঞাপন করেন বুদ্ধবাবুকে।
শ্রদ্ধাজ্ঞাপন করেন বিধানসভার অগনিত কর্মী। বিধানসভায় বুদ্ধদেবের মরদেহে পুষ্পস্তবকে শ্রদ্ধাজ্ঞাপন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্যের হাত ধরে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দু অধিকারীর।
বিধানসভা থেকে শেষবারের মতো আলিমুদ্দিনের পথে বুদ্ধদেব ভট্টাচার্য। 'লাল সেলাম' স্লোগান কর্মী থেকে সমর্থকদের।
রক্তপতাকায় মুড়ে লাল ফুলের সাজে শেষযাত্রায় চিরনিত্রায় শায়িত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। এসেছেন মানিক সরকার থেকে সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাট, বৃন্দা কারাত প্রমুখ।
কেউ দাঁড়িয়ে রয়েছেন ৩০ মিনিট, কেউ দাঁড়িয়ে রয়েছেন এক ঘণ্টা। কেউ তার থেকেও বেশি। বলছেন, বুদ্ধদেব ভট্টাচার্য একজন আবেগ, যাকে ভোলা যায় না।
প্রিয় নেতাকে শেষ দেখার আকুতি। আলিমুদ্দিনে সিপিআইএম-এর সদর কার্যালয়ের ভিড়ের চাপে গেট ভেঙে যাওয়ার উপক্রম!
আলিমুদ্দিন থেকে দীনেশ মজুমদার ভবন হয়ে এনআরএস। শেষযাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য। রাস্তায় উপছে পড়া ভিড়। কাঁদছেন অসংখ্য কর্মী, সমর্থক।