Buddhadeb Bhattacharjee Passes Away: বিদায় পাম অ্যাভিনিউ! তেইশে শ্রাবণে রবীন্দ্রানুরাগী বুদ্ধের রাত্রিবাস পিস ওয়ার্ল্ডে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাম অ্যাভিনিউয়ের ২ কামরার ফ্ল্যাটটা ছিল তাঁর বড়ই প্রিয়। সেই বাড়ি ছেড়ে কিছুতেই থাকতে চাইতেন না বুদ্ধবাবু। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে, অস্থির হয়ে উঠতেন বাড়িতে ফেরার জন্য।
সেই পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শেষ বারের মতো বেরিয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অভিভাবক বুদ্ধকে 'শেষ বিদায়' জানিয়ে আজ যেন কাঁদছে পাম অ্যাভিনিউয়ের ২ কামরার ফ্ল্যাটের আনাচ-কানাচও!
লাল পতাকায় মুড়ে শববাহী শকটে শায়িত বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ। আর সেই শকটের পিছনে হাঁটতে দেখা গেল অগনিত বুদ্ধ অনুরাগী থেকে বাম নেতা-কর্মী-সমর্থককে। প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল অনেককেই।
এদিন রাতে পিস ওয়ার্ল্ডেই শায়িত থাকবে বুদ্ধদেব বাবুর নশ্বর দেহ। শুক্রবার সকালে সেখান থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ। তারপর সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিট, দীনেশ মজুমদার ভবন।
এরপর মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে এনআরএস হাসপাতালে। ভবিষ্যতে চিকিৎসায় গবেষণার কাজের জন্য সেখানেই বুদ্ধদেব বাবুর দেহ দান করা হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।