ভগ্ন শরীরেও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কথা ভাবলেন Buddhadeb Bhattacharya

Tue, 15 Dec 2020-10:57 pm,

নিজস্ব প্রতিবেদন: বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তার মধ্যেও চিকিৎসক-নার্সদের কথা ভাবলেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী। 

বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এ দিন তিনি বলেছেন,'এই কঠিন সময়ে আপনাদের লড়াইকে কুর্নিশ। নিজেরাও সাবধানে থাকবেন।' 

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বারবার ধন্যবাদ জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসক কৌশিক চক্রবর্তী ও সৌতিক পান্ডা জানান, আজ বেশ খুশির মেজাজে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এতটা আনন্দে দেখে আমাদের‌ও ভাল লাগছে। 

চিকিৎসকরা জানিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে প্রোটিনের পরিমাণ অনেকটাই বেশি প্রয়োজন। চিকিৎসকদের তিনি কথা দিয়েছেন, সব নিয়ম মেনে চলবেন। দলের তরফে তাঁর সব সময়ের সঙ্গী সর্বানী সাঁধুখা জানিয়েছেন, বারবার চিকিৎসক, স্বাস্থ‍্যকর্মী ও সংবাদ মাধ্যমকে ধন‍্যবাদ জানিয়েছেন তিনি। সাবধানে কাজ করার পরামর্শ দিয়েছেন।

এ দিন বেলা ১১.৩৫ মিনিটে বাড়ি পৌঁছন তিনি। বাড়িতে বা বাড়ির বাইরে আগাগোড়াই ভিড় পছন্দ করেন না প্রাক্তন মুখ‍্যমন্ত্রী। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link