Budget 2025 Expectations | Gold Price: কমবে কাস্টমস ডিউটি? বাজেটের পর সোনার গয়নার দামে বড় পরিবর্তন?

Thu, 30 Jan 2025-6:31 pm,
Gold Price Customs Duty Cut in Budget

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্মলা সীতারামণের অষ্টম বাজেটে কাস্টমস ডিউটিতে কী ছাড় দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেদিকে নজর সবার।

Gold Price Customs Duty Cut in Budget

বলা হচ্ছে এবার বাজেটে আমদানি শুল্কে বড়সড় পরিবর্তন আনতে পারেন নির্মলা সীতারামণ।

Gold Price Customs Duty Cut in Budget

যা কিনা বিয়ের মরশুমের মুখে সোনার দামে সরাসরি প্রভাব ফেলতে চলেছে।

এর আগে ২০২৪-এর বাজেটেও কাস্টমস ডিউটিতে ছাড় ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। যারফলে সোনার চাহিদা বেড়েছে অনেকখানি। 

প্রসঙ্গত, অর্থনৈতিক সমীক্ষা ও শনিবার বাজেট পেশের আগে আজ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৩,০২০ টাকা। ওদিকে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম ৭৬,১০০ ও ৬২,২৭০ টাকা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link