চোট গুরুতর! বিলেত যাচ্ছেন বুমরাহ
স্ট্রেস ফ্র্যাকচার-এর কারণে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান জশপ্রীত বুমরাহ।
এবার পিঠের চোটের জন্য বিভিন্ন চিকিত্সকের পরামর্শ নিতে বোর্ডের উদ্যোগে ইংল্যান্ডে যাচ্ছেন জশপ্রীত বুমরাহ।
সাড়ে তিন বছরের আন্তর্জাতিক কেরিয়ারে এই প্রথম বড় চোট পেলেন জশপ্রীত বুমরাহ।
বোর্ড সূত্রে খবর, ৬ কিংবা ৭ অক্টোবর লন্ডন উড়ে যাবেন বুমরাহ। এনসিএ-র হেড ফিজিয়োথেরাপিস্ট আশিস কৌশিক যাবেন বুমরাহর সঙ্গে। লন্ডনে তিনজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ভারতীয় পেসার।
অন্তত দু মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও তাঁকে পাবে না টিম ইন্ডিয়া।