বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি, ভারতেও পড়বে প্রভাব
রবিবার ১৬. ৬, সোমবার ১৭.২, আজ ১৫.৪। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পারদের ওঠানামা অব্যাহত। জেলায় জেলায় আজ থেকেই তাপমাত্রা কমার পূর্বাভাস।
চলতি সপ্তাহ জুড়েই শীতের এই খামখেয়ালিপনা চলবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ বা তার আশেপাশে ঘোরাফেরা করবে। আগামী সোমবার অর্থাৎ ৭ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। তা ১৩ থেকে ১১ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় বুরেভি। মালদ্বীপের দেওয়া নাম। আপাতত গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে।
বুধবার রাতে এটি প্রথমে শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়বে। এরপর তা কমোরিন এরিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যের প্রভাব ফেলবে।
দক্ষিণ তামিলনাডু, দক্ষিণ কেরালার বেশকিছু জেলা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা। এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়।