বাসে উঠলেই ১৪ টাকা, দ্বিগুণ ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি মালিকদের
বাসভাড়া বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠকে বাস-মিনিবাস সংগঠন। বিকেলে আলোচনায় নেতারা। দাবি না মানলে বাসরুট বন্ধের হুঁশিয়ারি মালিকদের।
এখন বাসের সর্বনিম্ন ভাড়া ৭টাকা। তাঁদের দাবি দ্বিগুণ করতে হবে তা। অর্থাৎ বাসে উঠলেই ন্যূনতম ভাড়া দিতে হবে ১৪ টাকা।
বুধবার এমনই দাবি জানিয়েছে বাস-মিনিবাস অ্যাসোসিয়েশনগুলি। গঙ্গাসাগরমেলা পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়েছে তারা।
জানানো হয়েছে, এই সময়ের মধ্যে বাস ভাড়া বৃদ্ধি না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
এ প্রসঙ্গে মদন মিত্র জানিয়েছেন, আগামিকালই বাস সংগঠনের মালিকদের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী যে এই বিষয়টি দেখবেন তারও আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা মদন মিত্র।