দেখুন ছবিতে: মন্দির, সমুদ্র সৈকত থেকে একসঙ্গে ভোজ, মোদী-জিনপিংয়ের নয়া রসায়ন
নিজস্ব প্রতিবেদন: দু'দিনে একসঙ্গে কাটিয়েছেন নয় নয় করেও প্রায় ৬ ঘণ্টা। কখনও মমল্লাপুরমের স্থাপত্য দেখতে দেখতে। কখনও সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে। কিন্তু, নোনা হাওয়ার ঝাপটা লাগলই না সম্পর্কে। বরং দ্বিপাক্ষিক ক্ষেত্রে নতুন দিশার বার্তা নিয়ে ভারত ছাড়লেন শি জিনপিং।
কূটনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক। জটিল রসায়ন। কিন্তু, সেসব ছাপিয়ে উঠে এল দুই রাষ্ট্রনেতার একান্ত আলাপচারিতা। দক্ষিণী সাজে চিনের প্রেসিডেন্টকে স্বাগত জানানো। তারপর মমল্লপুরমের মন্দির নগরীতে ইতিহাসের গল্প শোনানো। সবটাই নিপুণ দক্ষতায় করে গিয়েছেন প্রধানমন্ত্রী।একসঙ্গে কয়েক কদম হাঁটা। তার ফাঁকেই চলল কথা। কোনও ঘোষিত বিষয় নয়। দুই নেতাই কথা বললেন খোলামনে।
সাগরপাড়ে তাজ ফিশারম্যানস কোভ রিসর্ট। বিলাসবহুল আয়োজন। রিসর্ট ঘুরে দেখতে তাই গলফ কার্টকেই বেছে নিলেন মোদী। পাশাপাশি দুই নেতা।
সমুদ্রের ধারে নোনা হাওয়াতেই হল একান্ত বৈঠক।
এরপর ছিল আরও বড় চমক। দক্ষিণী শিল্পকর্ম ঘুরিয়ে দেখার মধ্যেই জিপিংকে সারপ্রাইজ দিলেন মোদী।
ফিনফিনে লাল সিল্কে সোনার জরি দিয়ে ফুটিয়ে তোলা চিনের প্রেসিডেন্টের মুখ। এমনই এক সুক্ষ্ণ কাজের সিল্কের কাপড় উপহার দিলেন নমো। কোয়েম্বাত্তুরের একটি সমবায়ে পাঁচদিন ধরে হাতে বোনা হয়েছে এই সিল্ক। অভিভূত চিনের প্রেসিডেন্ট।
রিসর্টের ভিতরে মোদী-জিপিং। উত্সাহ নেহাত কম নয় বাইরেও। তরমুজের গায়ে নিপুণ হাতে ফুটিয়ে তোলা হল দুই রাষ্ট্রনেতার মুখ।
২ দিনের সফরে চেন্নাই চিনল চিন। সঙ্গে করে প্রেসিডেন্ট নিয়ে গেলেন এগিয়ে চলার বার্তা।