Cargo Ship Sinks At Kolkata Port: কলকাতায় জাহাজ ডুবি! চোখের নিমেষে ১৫ মিনিটেই ডুবল ভেসেল

Thu, 24 Mar 2022-4:34 pm,

নিজস্ব প্রতিবেদন : কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে পণ্যবাহী জাহাজ ডুবি। চোখের নিমেষে ডুবে যায় ভেসেলটি। ঘটনাটি ঘটেছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর লটে।

 

বন্দর সূত্রে জানা গিয়েছে, ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজটির নাম এমভি মেরিন ট্রাস্ট ওয়ান। আজ সকাল ৯টায় ৫ নম্বর লটে লোডিংয়ের কাজ শেষ হয় ভেসেলটির। 

জাহাজটিতে ছিল ২০ ফিটে ১২০টি ও ৪০ ফিটের ৪৫টি কন্টেইনার। যার মোট ওজন ৩০৮৯ মেট্রিক টন।

আগামিকাল কলকাতা থেকে ভেসেলটির বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই সকাল পৌনে ১১টা নাগাদ মাত্র ১৫ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়।  

জাহাজ ডুবির ফলে ১৮টি ২০ ফিটের কন্টেইনার পুরোপুরি জলে ডুবে যায়। আর ১০টি ৪০ ফিটের কন্টেইনার জলে ভাসতে থাকে। কোনওমতে সেগুলিকে দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করা হয়।  

তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। জাহাজ ডুবির ঘটনায় তদন্ত শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, ওভারলোডিং হয়ে গিয়েছিল। তারফলেই এই বিপত্তি। লট মেরামতির কাজ শুরু হয়েছে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link