অটো-ট্যাক্সি চালকদের ৫০০০ টাকা, কর্মহীনদের পাশে দাঁড়াতে ১৬০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কর্ণাটকের
করোনাভাইরাসের লকডাউন পরিস্থিতিতে উপার্জন বন্ধ ধোপা, নাপিত, ফুলচাষী, অটো-ট্যাক্সি চালকদের। তাই তাঁদের সাহায্যের জন্য ১৬০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করল কর্ণাটক সরকার। বুধবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এই আর্থিক প্যাকেজের ঘোষণা করেন।
এই আর্থিক প্যাকেজে প্রত্যেক ধোপা এবং নাপিতকে এককালীন ৫০০০ টাকা সাহায্য করবে সরকার।
শুধু তাই নয় ফুলচাষীদের জন্য হেক্টর পিছু ২৫ হাজার টাকা, সর্বোচ্চ এক হেক্টর এর জন্য দেওয়া হবে।
অটো এবং ট্যাক্সিচালকরা এককালীন ৫,০০০ টাকা পাবেন সরকার থেকে।
নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা এর আগেই ২,০০০ টাকা আর্থিক সাহায্য পেয়েছেন কর্ণাটক সরকারের থেকে। এবার পরবর্তী পর্যায়ে আরও ৩,০০০ টাকা তাঁদের সাহায্য করা হবে বলে ঘোষণা করলেন তিনি।
চলতি সপ্তাহে রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরার জন্য ১০টি ট্রেনের আয়োজন বাতিল করেছেন ইয়েদুরাপ্পা। উল্টে পরিযায়ী শ্রমিকদের কীভাবে কাজে নিয়োগ করা যায় তার ব্যবস্থা করতে বলেছেন প্রশাসনকে। ইয়েদুরাপ্পা সরকারের নীতির চরম বিরোধিতা করেন সমালোচকরা। এদিন একাধিক ক্ষেত্রে কর্মহীনদের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করলেও পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি ইয়েদুরাপ্পা।