রাজীবের বিরুদ্ধে `অকাট্য` প্রমাণ নিয়ে দিল্লি রওনা দিলেন সিবিআই আধিকারিক
রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতার বুকে সিবিআই ও রাজ্যপুলিসের বেনজির লড়াইয়ের পর মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে তদন্তে অসযোগিতা ও আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই।
কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি। সিবিআইয়ের কাছে যাবতীয় তথ্যপ্রমাণ তলব করেছেন তিনি।
এর পরই সিবিআইয়ের তরফে ফের শুরু হয়েছে তত্পরতা। জানা গিয়েছে, রাজীব কুমারের বিরুদ্ধে কলকাতায় গচ্ছিত যাবতীয় তথ্য ও সমস্ত প্রত্যক্ষ প্রমাণ নিয়ে দিল্লি যাচ্ছেন সিবিআইয়ের এক আধিকারিক।
সোমবার দুপুরের বিমানেই দিল্লি পৌঁছবেন তিনি। জানা গিয়েছে, তাঁকে যত দ্রুত সম্ভব যাবতীয় তথ্যপ্রমাণ নিয়ে দিল্লিতে পৌঁছতে বলেছেন সিবিআইয়ের দিল্লির কর্তারা।
আগামিকাল এইসব তথ্যপ্রমাণ সুপ্রিম কোর্টে পেশ করবে সিবিআই।