Mehul Choksi-র ঘাড় ধরে দেশে ফেরাতে ডমিনিকায় ভারতের `লেডি সিংঘম`

Wed, 02 Jun 2021-11:50 pm,

নিজস্ব প্রতিবেদন: পিএনবি ঋণ জালিয়াতির তদন্ত করছেন তিনি। মেহুল চোকসিকে দেশে ফেরাতে পাড়িয়ে দিয়েছেন ডমিনিকায়। যে ৮ সদস্যের দল গিয়েছে তার নেতৃত্বে আইপিএস অফিসার শারদা রউত।   

২০১৭ সাল থেকে অ্যান্টিগায় থাকছিল মেহুল চোকসি। ডমিনিকা তাকে দেশে আনতে গিয়েছেন শারদা ও তাঁর দলবল। সিবিআই, ইডি ও সিআরপিএফের দুজন করে সদস্য রয়েছেন তাঁর দলে।       

শারদা রউতের জন্ম মহারাষ্ট্রের নাসিক জেলায়। ২০০৫ সালের ব্যাচের আইপিএস অফিসার তিনি। তাঁর কাজের আলাদাই ধরন বলে জানিয়েছেন পরিচিতরা।  

 

নাগপুর, মীরা রোড, নন্দুরবার, কোলাপুর ও মুম্বইয়ের একাধিক জায়গায় মোতায়েন ছিলেন শারদা রউত। পালঘরে এসপি থাকাকালীন অপরাধীদের রাতের ঘুম ছুটিয়ে দিয়েছিলেন। আর তাই 'মহারাষ্ট্রাচি লেডি সিংঘম' বলেও খ্যাত তিনি।

 

এখন সিবিআইয়ে ব্যাঙ্ক জালিয়ালি তদন্ত বিভাগে রয়েছেন শারদা রউত। পিএনবিকাণ্ডের তদন্ত করছেন তিনিই। 

সূত্রের খবর, মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণে অনুমতি দিয়েছে ডমিনিকান আদালত। তাকে প্রাইভেটে জেটে ভারতে আনা হবে। এদেশে নামার পর চোকসিকে রউতের হাতে গ্রেফতারি দেখানো হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link