রাজীব কুমারের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ আছে, তাই জেরা হবেই, বললেন CBI প্রধান
কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণ রয়েছে। সারদাকাণ্ডে তাঁর বিরুদ্ধে প্রমাণ করেছে সিবিআইয়ের হাতে। তাই যে কোনও মূল্যে রাজীব কুমারকে জেরা হবেই। রবিবার রাতে এমনটাই জানালেন সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রধান কে নাগেশ্বর রাও।
তিনি জানিয়েছেন, সারদাকাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে। তাই তদন্তের স্বার্থে তাঁকে জেরা করতে হবেই।
বলে রাখি, এই প্রথম রাজীব কুমারের বিরুদ্ধে সরাসরি সারদাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলল সিবিআই।
সিবিআইয়ের প্রাক্তন প্রধান অলোক ভার্মা ও সেকেন্ড ইন কম্যান্ড রাকেশ আস্থানার ভিতরে আইনি লড়াইয়ের জেরে দু'জনকেই পদ থেকে সরিয়ে দেয় সুপ্রিম কোর্টের তৈরি হাই পাওয়ার কমিটি। তার পর অন্তর্বর্তীকালীন সিবিআই হিসাবে নিয়োগ করা হয় কে নাগেশ্বর রাওকে।