পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ঝড়খালিতে পালিত হল বনমহোৎসব, দেখুন ছবিতে

Moupia Nandy Sun, 14 Jul 2019-6:42 pm,

প্রতি বছরের মতো এ বছরও দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে মহাসমারোহে পালিত হল বনমহোৎসব।

রাজ্যের বন দফতরের উদ্যোগে রবিবার এই উৎসবের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী ব্রাত্য বসু, প্রধান মুখ্য বনপাল সিদ্ধার্থ বরারি, চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন রবিকান্ত সিনহা-সহ উচ্চপদস্থ বনকর্তারা। ছিলেন বারুইপুরের পুলিস সুপার রশিদ মুনির খান।

বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এদিন উৎসবের শুভ সূচনা করেন ব্রাত্য বসু। শিশুর মা-দের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। পুরষ্কৃত করা হয় বনকর্মীদেরও।

এ দিন জলসঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি, নিজেদের বক্তব্যের মধ্য়ে দিয়ে বন সৃজনের প্রয়োজনীয়তাকে তুলে ধরেন বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে প্রায়শই আক্রান্ত হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বনকর্মীরা। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু আশ্বাস দিয়ে বলেন, "দোষীদের শাস্তি দেওয়া হবে।" একই সঙ্গে তিনি বলেন, জন প্রতিনিধিদের রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে। তবেই সচেতনতা বৃদ্ধি হবে।"

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link