ফিরে এসো চাকা? বাংলার শেষ কাঠের বাস, ১০০ বছরের পুরনো বাসরুট...
'কলকাতা বাস-ও-পিডিয়া' একটি হেরিটেজ বাসযাত্রার আয়োজন করছে। থাকছে রুট ৫৬-র WB 11b/3986 নম্বরের বাংলার বেঁচে থাকা শেষ কাঠের বাসটি। জলপাই কাঠের এস্রাজের মতো না-হলেও যে কাঠের বাস অন্য সুর তোলে পথে।
আর রয়েছে ৫২ নম্বরের একটি বাস। বাসটি তার শতাব্দীপ্রাচীন রুট ধরে যাবে রামরাজাতলা থেকে হাওড়া হয়ে ধর্মতলা। এই ৫২ নম্বর রুটটি চালু হয়েছিল ১৯২৪ সালে।
এর পর দুটি বাস মেট্রো সিনেমার সামনে আধঘণ্টা থাকবে। কাটা হবে কেক। সংশ্লিষ্ট দিনে মন্ত্রীর আসার সম্ভাবনাও রয়েছে।
৫২ নম্বর রুটের বাসটি ফেরার পথে হাওড়া ময়দানের কাছে 'সেকেন্ড হাওড়া ডিস্ট্রিক্ট বয় স্কাউট অফ বেঙ্গলে'র ছেলেরা বাসটিকে 'গার্ড অফ অনার' দেবে।
সঙ্গে থাকবেন ৫২ নম্বর রুট ও এই বাসের সঙ্গে যুক্ত সমস্ত মানুষজন। এই বাসযাত্রা উপলক্ষে ছাপানো হচ্ছে স্পেশাল টিকিটও।
এই প্রেক্ষিতে 'কলকাতা বাস-ও-পিডিয়া'র দাবি এবং আবেদনও এই যে, শেষ এই কাঠের বাসটিকে সংরক্ষণ করতে হবে সরকারকে আর বাংলার প্রাচীন এই রুটটিকে 'হেরিটেজ' ঘোষণা করতে হবে।