Rashid Khan Demise: ‘এভাবে একা চলে যেতে পারলেন?’ শোকের ছায়া সঙ্গীত থেকে রাজনৈতিক মহলে...

Wed, 10 Jan 2024-12:46 pm,

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিশিষ্ট সঙ্গীতশিল্পী রশিদ খান, ৯ জানুয়ারি দুপুর ০৩ টে ৪৫ মিনিটে পরলোক গমন করেছেন। টলিউড-বলিউড এবং রাজনৈতিক জগতের বহু চেনা মুখ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। বাদ যাননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে উস্তাদ রশিদ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি শ্রদ্ধা জানিয়েছেন।

টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়া তে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা একটি রত্ন হারালাম, উস্তাদ রশিদ খানের পরিবার এবং শুভাকাঙ্খীদের আমার সমবেদনা।‘

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রশিদ খানের ছবি ছেড়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলি। সঙ্গীতশিল্পীর গানের একটি লাইন ‘আঙ্গনা ফুল খিলেঙ্গে’ লিখে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এই গানটি ইমতিয়াজ আলির ‘জব উই মেট’ সিনেমারই গান, এই গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন সান্দেশ সান্ডিল্য।

উস্তাদ রশিদ খানের নিজের একটি মজার মুহূর্তের ছবি পোস্ট করেছেন সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলিও। সেই ছবিতে দেখা যাচ্ছে রশিদ খান তাঁকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন। জিৎ তাঁর পোস্টে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এত তারাতারি কেন চলে গেলে, এত কীসের তাড়া ছিল?’

বলিউডের বহু তারকাই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য মনোজ বাজপেয়ি। তিনি লিখেছেন, ‘যেখানেই থাকুন ভাল থাকুন, দুঃখের সঙ্গে আপনাকে বিদায় জানাই...’

বলি-টলি সঙ্গীত পরিচালক প্রীতমও নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, ‘রশিদ খানকে হারানো আমাদের গানের জগতের জন্য একটি বড়ো ক্ষতি। আমার সন্তানরাও তাঁর অ্য়ারাডেমির ছাত্র ছিলেন। রশিদ ভাই আপনার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। আপনার গানকে আমরা মিস করবো।‘

রাজনীতিবিদ এবং পরিচালক রাজ চক্রবর্তী পোস্ট করে লিখেছেন, ‘আমি ভাবতেই পারছি না যে আপনি আর নেই, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। আর কখনও আপনার মতো কেউ আসবে না। আশা করছি আপনি শান্তি খুণজে পাবেন।’

টলি অভিনেতা জিৎও তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘তাঁর সুমধুর গলা দিয়ে তিনি বহু মানুষের মন ছুঁয়েছেন, ক্লাসিক্যাল মিউজিকের জগতে তিনি তাঁর সুর দিয়ে একটি খালি জায়গা পূরণ করেছেন। তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের আমি সমবেদনা জানাই।‘

ফেসবুক অ্য়াকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেছেন উস্তাদ গুলাম আলি খান, যেখানে তিনি উস্তাদ রশিদ খানের সঙ্গে কাটানো বিভিন্ন মূহুর্তের কথা স্মৃতিচারণ করেছেন। এই ভিডিয়োর মাধ্যমেই তিনি সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন।

৫৫ বছর বয়সে মৃত্যু হল উস্তাদ রশিদ খানের। গায়ক আদনান শামি গায়কের ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে সঙ্গীত জগতের বিপুল ক্ষতির কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।  

তাছাড়াও আরও বহু তারকা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য শনু নিগম। তাঁর নিজের বিভিন্ন ভাবনাকে সোশ্যাল মিডিয়া মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

তাছাড়াও রাহুল গান্ধী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রদ্ধাজ্ঞাপন করতে পোস্ট করেছেন, উস্তাদ রশিদ খানের একটি ছবি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link