Census: দেশের জনসংখ্যা ১৫ বছরে কত বাড়ল.... জানতে গণনা শুরু...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপেক্ষা শেষ, ২০২৫ সাল থেকে শুরু হবে জনগণনা।
জনগণনা চলবে ২০২৬ পর্যন্ত। আর তারপরই জানা যাবে যে দেশের জনসংখ্যা ১৫ বছরে কত বাড়ল।
শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। এরপর ২০২১ সালে আদমশুমারি হওয়ার কথা থাকলেও, করোনার কারণে তা স্থগিত হয়ে যায়।
প্রসঙ্গত, আদমশুমারি দেশের সমগ্র জনসংখ্যার আকার, বন্টন এবং সামাজিক বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
আদমশুমারি শেষ হওয়ার পরই শুরু হবে লোকসভা আসনের সীমানা নির্ধারণ। তা সম্পন্ন হবে ২০২৮ সালের মধ্যে।