৩০ হাজার পাক নাগরিককে প্যান, আধার দেবে কেন্দ্র!
প্রায় ৩০ হাজার পাকিস্তানিকে ‘দীর্ঘ মেয়াদি ভিসা’ (এলটিভিএস) দেওয়ার অনুমতি দিল ভারত সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০১১ সালের পর এবারই এত সংখ্যক পাক নাগরিককে ‘ভিসা’ দিচ্ছে কেন্দ্র।
জানা গিয়েছে, এই পাক নাগরিকদের মধ্যে সিংহভাগই হিন্দু। এছাড়াও শিখ, জৈন, খ্রীস্টান, বৌদ্ধ ধর্মের মানুষও রয়েছেন এই তালিকায়।
মোদী সরকারের আমলে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের ‘নিরাপদ স্থানে’ নিয়ে আসার তত্পরতা দেখা গিয়েছে।
ইতিমধ্যে (২০১৮ সাল পর্যন্ত) ৬০৯২ জনকে ভিসা দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
এই পাক নাগরিকরা প্যান, আধার এমনকী ড্রাইভিং লাইসেন্সের জন্য অনুমতি পাবেন।
এ দেশে অবাধে ব্যবসা, চাকরি করতে পারবেন তাঁরা।
তবে, মোদী সরকার ক্ষমতায় আসার আগে এমন উদ্যোগ নিয়েছে ইউপিএ সরকারও। এমনটাই দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৪,৭২৬ পাক নাগরিককে ভিসা দিয়েছে ভারত সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ২০১৫-তে ২১৪২, ২০১৬-তে ২২৯৮, ২০১৭-তে ৪৭১২ জন পাক নাগরিককে ভিসা দিতে চলেছে কেন্দ্র।
আরও ১৫০০ পাক নাগরিক ভিসা পেতে আবেদন জানিয়েছে বলে সূত্রে খবর।