সিবিআই-পুলিস দ্বৈরথ, সিজিও কমপ্লেক্সে নামল কেন্দ্রীয় বাহিনী
নাটকের পর নাটক। কলকাতা পুলিস বনাম সিবিআই লড়াইয়ে এবার আসরে নামল কেন্দ্রীয় বাহিনী।
রাজীব কুমারের বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় সিবিআই আধিকারিকদের। এরপর তাঁদের জোরজবরদস্তি গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিস।
এরপর সিজিও কমপ্লেক্সে ঘুরে ফেলে পুলিস। নিজাম প্যালেসে সিবিআইয়ের জয়েন্ট ডিরেকটরের বাসভবনেও মোতায়েন করা হয় পুলিস।
আধিকারিকদের ছাড়াতে কলকাতা পুলিসের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন সিবিআই আধিকারিকরা। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি।
এরপরই প্রধানমন্ত্রীর অধীনস্থ কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরের সঙ্গে যোগাযোগ করে সিবিআই। চাওয়া হয় কেন্দ্রীয় বাহিনী।
তার কিছুক্ষণ পরই দেখা গেল সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। নেমে এলেন ১৮জন জওয়ানরা।
এক জওয়ান জানালেন, তাঁদের নিরাপত্তার জন্য ডাকা হয়েছে। সে জন্যই এসেছেন তাঁরা।