লকডাউনের পরেও বাড়ি থেকে কাজের সুযোগ পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা!
করোনা সংক্রমণ আর লকডাউনের জেরে বদলে গিয়েছে বিশ্বের কর্ম-সংস্কৃতি। ভারতেও তার প্রভাব পড়েছে। তাই এ বার লকডাউনের পরেও বাড়ি থেকে কাজের সুযোগ পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা!
ডিপার্টমেন্ট অব পারসোনেল অ্যান্ড ট্রেইনিং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য কর্মী ও আধিকারিকদের বছরে ১৫ দিন বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়ার কথা ভেবে দেখা হচ্ছে।
ডিপার্টমেন্ট অব পারসোনেল অ্যান্ড ট্রেইনিং-এর এই ভাবনা সিদ্ধান্তে পরিবর্তিত হলে এর সুবিধা পেতে পারেন দেশের লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
লকডাউনে কেন্দ্র সরকারের একাধিক মন্ত্রক ও দপ্তর ভিডিয়ো কনফারেন্সিং-এর সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ আপাতত বাড়ি থেকেই সামাল দিচ্ছেন এর সঙ্গে যুক্ত কর্মী ও আধিকারিকরা। জানা গিয়েছে, এই মুহূর্তে দেশের বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থায় কাজ করেন প্রায় ৪৮ লক্ষ ৩৪ হাজার কর্মী।
কেন্দ্রীয় সরকারি সংস্থায়, দপ্তরে বাড়ি থেকে কাজের অভিজ্ঞতা এর আগে ছিল না। তবে প্রথম অভিজ্ঞতাই বেশ সন্তোষজনক! তাই লকডাউনের পরেও কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে বাড়ি থেকে কাজ করার বিষয়টি নিয়ে ব্লু-প্রিন্ট তৈরি করা হচ্ছে।